Monday, October 6, 2025
বাড়ি স্বাস্থ্য ও চিকিৎসা খাগড়াছড়ি হাসপাতালে ‘ক্রস ম্যাচিং’ পরীক্ষা না থাকায়- ঝুঁকিতে সার্জারি ও সিজারের রোগীরা

খাগড়াছড়ি হাসপাতালে ‘ক্রস ম্যাচিং’ পরীক্ষা না থাকায়- ঝুঁকিতে সার্জারি ও সিজারের রোগীরা

খাগড়াছড়ি জেলার সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা কেন্দ্র, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে বর্তমানে গুরুত্বপূর্ণ ক্রস ম্যাচিং পরীক্ষার সুবিধা নেই। এর ফলে জরুরি সার্জারি, ডেলিভারি, সিজারিয়ান এবং থ্যালাসেমিয়া রোগীরা প্রতিদিন নানা ধরনের ঝুঁকি ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। একসময় এই হাসপাতালে পরীক্ষাটি চালু থাকলেও স্ক্রিনিং ডিভাইস শেষ হয়ে যাওয়ায় গত ২৫ মে থেকে অতি গুরুত্বপূর্ণ এই পরীক্ষা বন্ধ রয়েছে।

ক্রস ম্যাচিং হলো একটি রক্ত পরীক্ষার প্রক্রিয়া, যার মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতার রক্তের সামঞ্জস্য পরীক্ষা করা হয়। অস্ত্রোপচার বা রক্তপাতজনিত জরুরি অবস্থায় এটি জীবন বাঁচানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অথচ, জেলার প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানে এই পরীক্ষা না থাকায় রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে।

এর ফলে রোগীর ঝুঁকি ও সময়ক্ষেপণ দুটোই বাড়ছে। প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, প্রসববেদনায় কাতর গর্ভবতী নারী, দুর্ঘটনার শিকার গুরুতর আহত রোগী কিংবা সিজারের জন্য অপেক্ষমাণ মায়েরা ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছেন।

হাসপাতালে পরীক্ষা না থাকায় একজন রোগীকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। সেখানে গিয়ে পরীক্ষা করাতে গড়ে ১ থেকে ২ ঘণ্টা সময় লাগে, যা অনেক সময় রোগীর অবস্থা আরও জটিল করে তোলে।

সরেজমিনে খাগড়াছড়ির ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অনেক রোগীকে ক্রস ম্যাচিং পরীক্ষা করাতে দেখা গেছে। মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি থেকে আসা তাসলিমা আক্তার খাগড়াছড়ি মেডিকেল সেন্টারে এসেছেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু বাচ্চাকে ক্রস ম্যাচিং পরীক্ষা করাতে। তিনি জানান, “আমার ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বাচ্চার শরীরে রক্ত দিতে হবে। ডাক্তার বলেছে ক্রস ম্যাচিং পরীক্ষা করাতে। হাসপাতালে পরীক্ষা না থাকায় আমি ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। হাসপাতালে পরীক্ষাটা করাতে পারলে ভালো হতো। বাইরে খরচও বেশি আবার অনেক কষ্ট হয়।”

কিউর হাসপাতালে আসা রোগীর ভাই শফিকুল ইসলাম জানান, তার বোন ডেলিভারির জন্য খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসক বলেছেন রক্তের প্রয়োজন হবে, তাই তিনি কিউর হাসপাতালে এসেছেন ক্রস ম্যাচিং পরীক্ষার জন্য। তার কাছে রক্তের ব্যাগসহ ১৫০০ টাকা নেওয়া হয়েছে।

এদিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ক্রস ম্যাচিং পরীক্ষা না থাকায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ফি রাখার অভিযোগ রয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান ১০০০, কেউ কেউ ১২০০ আবার কেউ ১৫০০ টাকা করে ফি রাখছে। রক্তের ব্যাগসহ এই ফি দাঁড়ায় ১৫০০-১৮০০ টাকায়।

এ বিষয়ে খাগড়াছড়ি ডায়াগনস্টিক ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকবর হোসেন বলেন, “আমরা চেষ্টা করি রোগীদের সর্বোচ্চ সেবাটুকু দিতে। ক্রস ম্যাচিং খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এটি নিখুঁতভাবেই করতে হয়। যার কারণে ফি’র ভিন্নতা থাকতে পারে। আমাদের নির্ধারিত একটি ফি রয়েছে। এর কম নেওয়া যাবে কিন্তু অতিরিক্ত নেওয়ার সুযোগ নেই। আমরা সবাইকে নিয়ে সমন্বয় করে ফি আরও কমিয়ে আনার জন্য চেষ্টা করব।”

খাগড়াছড়ি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম বলেন, “খাগড়াছড়ির প্রধান স্বাস্থ্যকেন্দ্র হলো জেলা সদর হাসপাতাল। এ হাসপাতালেই ক্রস ম্যাচিং পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি খুবই অমানবিক দেখায়। বিনামূল্যে রক্ত দেওয়ার পরও আমাদের ব্লাড ডোনারদের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দৌড়ঝাঁপ করতে হয়। খাগড়াছড়ি হাসপাতালে অতি দ্রুত ক্রস ম্যাচিং পরীক্ষা চালু করার দাবি জানাচ্ছি।”

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “জরুরি অবস্থা নিয়ে হাসপাতালে যাই, কিন্তু বলে ক্রস ম্যাচিং বাইরে করতে হবে। তখন দৌড়ে বাইরে যেতে হয়। এর মধ্যে রোগীর জীবন নিয়ে শঙ্কায় পড়ে যাই। এটা খুবই উদ্বেগজনক।”

এদিকে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে ক্রস ম্যাচিং পরীক্ষা করতে গিয়ে আর্থিক ব্যয়ও বেড়ে যাচ্ছে রোগীদের। হাসপাতালে এই পরীক্ষা করা হতো মাত্র ৩৫০ টাকায়। আর ডায়াগনস্টিক সেন্টারগুলোতে করা হচ্ছে ১২০০-১৫০০ টাকা করে। ফলে ক্রস ম্যাচিং পরীক্ষা না থাকায় সাধারণ মানুষকে অতিরিক্ত ৮০০ থেকে ১২০০ টাকা গুনতে হয়। অনেক সময় দালাল চক্র সুযোগ নিয়ে রোগীর পরিবারকে বিভ্রান্ত করে, যা রোগীর চিকিৎসা ব্যয় ও মানসিক চাপ উভয়ই বাড়িয়ে দেয়।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের ল্যাব সহকারী ভোপেন ত্রিপুরা বলেন, “ক্রস ম্যাচিং পরীক্ষাটি মূলত ৫টি পরীক্ষার একটি সমন্বিত পরীক্ষা। আগে আমাদের এখানে ক্রস ম্যাচিং পরীক্ষা করা হতো। বর্তমানে পর্যাপ্ত কিট না থাকায় এই সেবা বন্ধ রয়েছে। তবে কেউ যদি ৫টি পরীক্ষা আলাদাভাবে করে নেয় তাহলে এখানেই ক্রস ম্যাচিং করা যাবে। তবে এক্ষেত্রে সরকারি ফি অনুযায়ী রোগীর ফি বেড়ে যাবে।”

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপেল বাপ্পি চাকমা বলেন, “সারা দেশের জন্য ঢাকা থেকে একটি প্রকল্প চালু ছিল যেটা বর্তমানে বন্ধ রয়েছে। যার কারণে গত মে মাস থেকে খাগড়াছড়ি হাসপাতালে ক্রস ম্যাচিং পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আমরা এ বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেও চিঠি দেওয়া হয়েছে কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। বরাদ্দ পেলে এই পরীক্ষা চালু করা সম্ভব হবে।”

সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালেই যদি জীবনরক্ষাকারী এমন একটি মৌলিক পরীক্ষা না থাকে, তবে তা নিঃসন্দেহে খুবই উদ্বেগের বিষয়।

তারা সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল সার্জন অফিসের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন দ্রুততম সময়ের মধ্যে ক্রস ম্যাচিং পরীক্ষার সুবিধা চালু করা হয়, যা খাগড়াছড়ির হাজারো রোগীর জীবন রক্ষা করতে পারে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মো. ছাবের হোসেন বলেন, “ক্রস ম্যাচিং খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। গত ২৫ মে থেকে এই পরীক্ষা বন্ধ রয়েছে। এটি পুনরায় চালু করতে আমরা চেষ্টা করছি। ক্রস ম্যাচিং পরীক্ষা ছাড়াও আরও বেশকিছু পরীক্ষার কিট আমাদের প্রয়োজন রয়েছে। আমরা এসব বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা এ বিষয়ে কাজ করছি। হাসপাতালে আবারও ক্রস ম্যাচিং পরীক্ষা চালু করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সম্পর্কিত খবর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২ জন। এ নিয়ে চলতি...

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাতৃভূমি হার্ট কেয়ারের হেলথ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

হার্ট রোগীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিপূর্ণ চিকিৎসা সেবার উদ্যোগ নিয়ে মাতৃভূমি হার্ট কেয়ার দীর্ঘদিন ধরেই কাজ করছে। সব শ্রেণীর মানুষকে উজ্জীবিত করতে এবং...

ইপিআই ও টাইফয়েড টিকা না দেওয়ার ঘোষণা

নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।...

সর্বশেষ

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি আজ সোমবার রিয়াদে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে দুই দেশের মধ্যে...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ...

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি: আমিনুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সাবেক অধিনায়ক...

পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর নামে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১২টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার...

অষ্টগ্রামে মাদক কারবারির মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা, আটক ১

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় এক মাদক কারবারির মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকেলে জেলার অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায় এ...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মিথ্যা তথ্য দিয়ে পদোন্নতির অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে অসত্য তথ্য দিয়ে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ড. বখতিয়ার হাসানকে তথ্য...