ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে ক্যাম্পাসে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ এবং বুলিং ও র্যাগিং প্রতিরোধে দুটি পৃথক কমিটি কাজ করছে। রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরকে আহ্বায়ক করে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে তদন্ত কমিটি’ এবং আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে ‘অ্যান্টি বুলিং অ্যান্ড র্যাগিং কমিটি’ গঠন করা হয়েছে।
যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র্যাগিং সংক্রান্ত যাবতীয় অভিযোগ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ককে নিয়মিতভাবে অবহিত করার জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর অফিস থেকে ইতোমধ্যেই সকল অনুষদের ডিন, হলসমূহের প্রাধ্যক্ষ, হোস্টেলসমূহের ওয়ার্ডেন, সকল বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটসমূহের পরিচালক ও প্রক্টর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। পত্রে সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল, হোস্টেল ও প্রক্টর অফিসে অভিযোগ বাক্স স্থাপন করে সাপ্তাহিক ভিত্তিতে প্রাপ্ত অভিযোগসমূহ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়কদের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র্যাগিং বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
কুশল/সাএ