Monday, October 6, 2025
বাড়ি বরিশাল বিভাগ পিরোজপুর বিশ্ব শিক্ষক দিবস এবং আমার বাবা

বিশ্ব শিক্ষক দিবস এবং আমার বাবা

বিশ্ব শিক্ষক দিবস—এ দিনটি শুধু শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন নয়, বরং সমাজ ও সভ্যতা গড়ার মহান কারিগরদের অবদান স্মরণ করার দিন।

শিক্ষক আমাদের জীবনের সবচেয়ে বড় পথপ্রদর্শক। বাবা-মা জীবনের শুরুটা শেখান, কিন্তু প্রকৃত মানুষ বানানোর কাজটি করেন শিক্ষক। এজন্যই তাঁকে বলা হয় “মানুষ গড়ার কারিগর”।

১৯৯৫ সাল থেকে ৫ অক্টোবর তারিখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে “বিশ্ব শিক্ষক দিবস”। বর্তমানে বিশ্বের শতাধিক দেশে এই দিবস উদযাপিত হয়। ইউনেস্কো বলেছে—শিক্ষা ও উন্নয়নের অগ্রযাত্রায় শিক্ষকদের অবদান অসামান্য।
শিক্ষক শুধু পাঠ্যসূচি পড়ান না, তিনি আমাদের জীবনের প্রথম নায়ক হয়ে ওঠেন। যাঁরা মানবিক গুণাবলি, সদাচরণ ও আদর্শ জীবনের শিক্ষা দেন, তাঁরাই সত্যিকারের প্রিয় শিক্ষক।

📖 ইসলাম শিক্ষা ও জ্ঞানের গুরুত্বকে বিশেষভাবে রেখেছে। কোরআনের প্রথম আয়াতেই এসেছে “পড়ো, তোমার প্রভুর নামে…”। বিশ্বনবী (সা.) ঘোষণা করেছেন:
“প্রত্যেক নর-নারীর ওপর বিদ্যা অর্জন করা ফরজ।”
আদর্শ শিক্ষকই সমাজকে আদর্শ পথে পরিচালিত করতে পারেন। এজন্য শিক্ষকতা আজও এক মহৎ পেশা। নবী (সা.) নিজেকে বলেছেন—“আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।” শিক্ষার্থীর প্রতি তার মমতা ছিল পিতার মতো, আবার আদর্শের শিক্ষা দিতেন নিঃস্বার্থভাবে।

আমার কাছে শিক্ষকতার গুরুত্ব আরও গভীর, কারণ আমার নিজের বাবা ছিলেন একজন শিক্ষক—মরহুম আলহাজ্ব কে. এম. আবদুল করিম। তিনি ছিলেন খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, খিলগাঁও মডেল হাই স্কুল ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি। রাজাপুর থানার সাতুরিয়া হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন তিনি।

তিনি শুধু প্রতিষ্ঠানই গড়েননি, ব্যক্তিগতভাবে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের নৈতিকতা, আদবকায়দা ও ইবাদতের ব্যাপারে তিনি ছিলেন দৃঢ়। বাবা আমাদের প্রতিদিন ভোরে জাগিয়ে পড়াশোনায় বসাতেন, নামাজ পড়াতেন। আমাদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলেছিলেন—আজও সেটিই আমার জীবনের মূল শক্তি।

বাবা মানেই ছায়া, নিরাপত্তা, নির্ভরতা। কঠোর শাসনের আড়ালে বাবার ভালোবাসা ছিল অগাধ। শাসনের মধ্যেও ছিল স্নেহের অবারিত ছায়া। তিনি ছিলেন আমাদের জন্য বটবৃক্ষের মতো।

আজও বাবার কথা মনে হলে চোখ ভিজে যায়। মনে হয়, আদর্শ নাগরিক গড়ার যে স্বপ্ন তিনি বুনেছিলেন, আমি কি তার যোগ্য উত্তরসূরি হতে পেরেছি?

আমার বাবা শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ সমাজসেবক, দানবীর, ধর্মীয় নেতা, এবং একজন মহৎ মানুষ। ২০১৬ সালের ১১ নভেম্বর তিনি আমাদের ছেড়ে চলে যান। তবে তাঁর শিক্ষা, আদর্শ আর স্বপ্ন এখনো আমাদের পথ দেখায়।

হে আল্লাহ, আমার বাবাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দিন।

লেখক: ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম

সম্পর্কিত খবর

কাউখালীতে আমড়ার বাম্পার ফলন

সমৃদ্ধ ফল আমড়ার ইংরেজি নাম গোল্ডেন অ্যাপেল। বিভিন্ন লঞ্চঘাট, ফেরিঘাট, বাসে আর রাজধানীর ব্যস্ততম সড়কের সর্বত্রই প্রতিনিয়ত হকারদের ডাক শোনা যায় লাগবে বরিশালের আমড়া।...

পিরোজপুরে একই পরিবারের ৬ জনের যাবজ্জীবন

বরিশাল॥ পিরোজপুরে আবুল কালাম শরীফ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে একই পরিবারের ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা,...

পিরোজপুরে বাধায় পণ্ড মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা

বরিশাল॥ এক পক্ষের বাধায় পণ্ড হয়েছে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সভা শুরু হলে নবগঠিত...

সর্বশেষ

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি আজ সোমবার রিয়াদে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে দুই দেশের মধ্যে...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ...

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি: আমিনুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সাবেক অধিনায়ক...

পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর নামে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১২টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার...

অষ্টগ্রামে মাদক কারবারির মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা, আটক ১

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় এক মাদক কারবারির মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকেলে জেলার অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায় এ...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মিথ্যা তথ্য দিয়ে পদোন্নতির অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে অসত্য তথ্য দিয়ে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ড. বখতিয়ার হাসানকে তথ্য...