তানজিল জামান জয়,কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ ধারায় প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে শনিবার রাত একটার দিকে বালিয়াতলী সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে তাদের আটক করে মৎস্য বিভাগ। এসময় এক হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেরা হলেন—সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) ও জসিম প্যাদা (৩০)।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ সফল করতে অভিযান অব্যাহত থাকবে। কেউ এই সময়ে নদী বা সাগরে মাছ ধরলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।