Monday, October 6, 2025
বাড়ি সারাবিশ্ব গাজা যুদ্ধ বন্ধে দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প

গাজা যুদ্ধ বন্ধে দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের দ্রুত কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (৬ অক্টোবর) মিসরের কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনা শুরুর আগে হামাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু অংশ মেনে নিয়েছে। এতে জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত। তবে হামাস এখনও নিরস্ত্রীকরণ ও ভবিষ্যতে গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। খবর বিবিসির। 

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, আলোচনার প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হতে পারে। তিনি বলেন, “সময় অমূল্য, না হলে ভয়াবহ রক্তপাত ঘটবে।”

এদিকে ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সরকার জানায়, আক্রমণ কিছুটা কমলেও এখনও কোনো যুদ্ধবিরতি হয়নি।

হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়্যার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কায়রো পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি আলোচনায় যোগ দেবেন।

শান্তি আলোচনায় জিম্মি বিনিময়, গাজায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ-পরবর্তী প্রশাসন গঠনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যদি হামাস গাজায় ক্ষমতায় থাকার ব্যাপারে অনড় থাকে, তবে তাদের “সম্পূর্ণ ধ্বংস”র মুখোমুখি হতে হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

সাজু/নিএ

সম্পর্কিত খবর

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি। রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রিত থাকে বা...

গাজা অভিযানে নিহত ১১৫২ ইসরাইলি সেনা 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ১১৫২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে ৪০ শতাংশের বেশি সেনার বয়স...

অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবর বানোয়াট: হামাস

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে বানোয়াট বলছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। রোববার এক...

সর্বশেষ

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি আজ সোমবার রিয়াদে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে দুই দেশের মধ্যে...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ...

বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি: আমিনুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সাবেক অধিনায়ক...

পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর নামে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১২টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার...

অষ্টগ্রামে মাদক কারবারির মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা, আটক ১

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় এক মাদক কারবারির মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকেলে জেলার অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায় এ...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মিথ্যা তথ্য দিয়ে পদোন্নতির অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে অসত্য তথ্য দিয়ে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ড. বখতিয়ার হাসানকে তথ্য...