ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ১১৫২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে ৪০ শতাংশের বেশি সেনার বয়স ২১ বছরের কম। খবর জেরুজালেম পোস্টের।
সোমবার (৬ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে ১৪১ জনের বয়স ৪০-এর বেশি। আর অধিকাংশই ছিলেন রিজার্ভ সদস্য, কর্মকর্তা।
ইসরাইলি মন্ত্রণালয় বলছে, ৬,৫০০-এর বেশি পরিবারের সদস্য শোকগ্রস্ত পরিবারের তালিকায় যুক্ত হয়েছে। এদের মধ্যে প্রায় ১,৯৭৩ জন শোকাহত বাবা-মা, ৩৫১ জন বিধবা, ৮৮৫ জন অনাথ শিশু, এবং ৩,৪৮১ জন শোকাহত ভাই-বোন।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই প্রকাশনায় ইসরাইল যেসব ফ্রন্টে লড়াই করছে এবং দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত সব ইউনিটকে বিবেচনা করেছে। যার মধ্যে আছে- আইডিএফ সেনা,পুলিশ শিন বেট, বিশেষ অভিযান বাহিনী এবং প্রস্তুতি স্কোয়াডের সদস্যরা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিবার, স্মরণ এবং ঐতিহ্য-বিষয়ক বিভাগের প্রধান বলেছেন, যুদ্ধের প্রভাব এবং দেশের শোকাহত পরিবারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ‘গত দুই বছরের যুদ্ধ ২৬ বছরের কাজ এবং ২৬ বছরের শেষকৃত্য অনুষ্ঠান সমান।’তিনি আরও বলেন, ‘আমরা ৬,৫০০-এর বেশি মানুষকে শোকের পরিধিতে যুক্ত করেছি। একদিনে সর্বোচ্চ ৯০টি শেষকৃত্য অনুষ্ঠান হয়েছে।’
সাজু/নিএ