আমতলী প্রতিনিধি॥ আমতলীতে আওয়ামীলীগের ৩ নেতা ও ২ প্রতারকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
রবিবার রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে জেল হাজতে পাঠায় তাদের। আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সরকারী কলেজ শাখা ছাত্র দলের সাধারন সম্পাদক রাহাত প্যাদার বিস্ফোরক ও বিশেষ আইনে দায়ের করা মামলায় রবিবার রাতে আমতলী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে আমতলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ভায়লাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. হুমায়ন কবির ও আমতলী উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অমিত রসুল অপিকে ছয় নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ।
অন্য আরেক মামলায় বিকাশের মাধ্যমে প্রতারনা করে আমতলী উপজেলার গাজীপুর বাজারের আলতাফ খানের স্ত্রী গৃহবধূ লাইজু বেগমের নিকট থেকে বিকাশের মাধ্যমে প্রতারনা করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলাপাড়া উপজেলার মাছুয়াখালী ইউনিয়নের দেবপুর গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২৪) এবং আমতলী সদর ইউনিয়নের টিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেন মুন্সির ছেলে আ. রহমান মুন্সি (২৮) ও তার স্ত্রী সুমি বেগকে (২২) গ্রেপ্তার করেছে।
তাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৫জনকে সোমবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, আওয়ামীলীগের ৩জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এবং অন্য তিন জনকে প্রতারনা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।