জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, শাপলা প্রতীক নিয়ে কোনো আইনি বাধা নেই, তাই এনসিপি এই প্রতীকেই নির্বাচন করবে। তিনি বলেন, মানুষের হাসির খোরাক জোগায় এমন প্রতীক কোনো দলের জন্য থাকা উচিত নয়। যেই নির্বাচন কমিশন একটি দলকে একটি মার্কা দেওয়ার মেরুদণ্ড দেখাতে পারে না, তাদের কাছে জাতীয় নির্বাচনের আস্থা কীভাবে রাখবো।
সোমবার নাটোর কানাইখালী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলা এনসিপির সমন্বয় সভার আগে সারজিস আলম স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।
নিজ দলের কার্যক্রম প্রসঙ্গে সারজিস জানান, এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নভেম্বরের মধ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
পার্বত্য অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্পর্ক জড়িত। বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই। দেশের ভেতর ও বাইরে থেকে পাহাড়ি অঞ্চল নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশইন ও ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা বিষয়ে সারজিস বলেন, জনগণ, রাজনৈতিক দলগুলো ও সরকারকে এই প্রোপাগান্ডা ও অপচেষ্টাকে প্রতিহত করতে হবে।
নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে তিনি বলেন, আগে একদল আরেক দলের মুখ দেখতো না। এখন বসছে, কথা বলছে। সামনের নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা হবে। দেশের ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো এক হয় এটি স্বাভাবিক। জুলাইয়ের আন্দোলনে মানুষের যেসব তীব্র আকাঙ্ক্ষা ছিল, সেগুলো মিলে গেলে সেসব দলের সাথে জোট হতে বাধা থাকবে না।
এ সময় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা প্রধান সমন্বয়কারী জার্জিস কাদেরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ