যারা পিআর বোঝে না, তাদের বাংলার জমিনে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেছেন, রাজনীতির মূল লক্ষ্য দেশের কল্যাণ। গত ৫৪ বছরে দেশে দুর্নীতি হয়েছে। বিদেশে টাকা পাচার করে বাড়ি গড়েছে, বেগম পাড়া হয়েছে। পাঁচ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের এই দেশ। আর আবারও যেনতেন নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় যায়, তাহলে দেশে চাঁদাবাজি বাড়বে, স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।
চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ আয়নাঘর তৈরি করে গুম, খুন করে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। এই ফ্যাসিস্টদের এদেশে আর জায়গা হবে না। আর বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। আগামী নির্বাচনে ইসলামী সব দলের বাক্স হবে একটা। এদেশ হবে ইসলামের।
ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ