নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রোববার সকালে গাড়াগ্রাম ইউনিয়নে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি।
সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নেতৃত্বে জেলা ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি খাদ্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়। তারা ২০০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করে।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন জানান, ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির তরফ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে শুকনো খাবার (চিঁড়া, মুড়ি, গুড়সহ বিভিন্ন খাবার) আড়াই কেজির প্যাকেট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে তারা এই সামগ্রী বিতরণ করেন।
আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের সবুজ সংকেত পাওয়া প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।
কুশল/সাএ